আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিশ্বে ভারতের মত এত বড় গণতান্ত্রিক দেশ আর নেই ll রাজ্যপাল ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সার্কিট হাউস গান্ধী মূর্তি প্রতিকৃতিতে পুষ্প অপর্ণ করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ও মন্ত্রী-রতল লাল নাথ সহ অন্যান্যরা। অতপর গান্ধী ঘাট শহীদ বেদীতে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্প অর্পণ করলেন রাজ্যপাল এবং কৃষিমন্ত্রী। পরবর্তি সময়ে লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা পার্কের শহীদ বেদীতে পুষ্প অর্পণ করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ও মন্ত্রী-রতল লাল নাথ। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন রাজ্যপাল রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন স্বাধীনতার পর থেকেই দেশ বিকাশের পথে অগ্রসর হচ্ছে। তিনি আরও বলেন বিশ্বে ভারতের মত এত বড় গণতান্ত্রিক দেশ আর নেই এবং এই দেশ খুব ভাল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 



    Akb tv news 

    15.08.2025

    3/related/default